Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালি থেকে ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে সম্মতিপত্র সই

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২৩:৪২

ইতালি ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে সম্মতিপত্র সই। ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালি থেকে ‘ইউরোফাইটার টাইফুন’ কিনতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় বিমান বাহিনীর সদর দফতরে এই সম্মতিপত্র সই হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পেইজে বলা হয়, ইতালি থেকে জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট-এমআরসিএ) কিনতে আলোচনা চলছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে লেটার অব ইনটেন্ট (এলওআই) বা সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিজ্ঞাপন

ফেসবুক পেইজে জানানো হয়, বিমান বাহিনীর সদর দফতরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর