Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পে জোরপূর্বক সই
মামলা করায় বাবা-‌ছেলেকে তুলে নিয়ে বর্বর নির্যাতন, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২২:২৬

আহত বাবা-ছেলে। ছবি: সংগৃহীত

ভোলা: জেলায় প্রাণনাশের ভয় দে‌খি‌য়ে জোরপূর্বব স্ট‌্যা‌ম্পে সই নেওয়ার পর মামলা করায় বাবা-‌ছেলেকে রাস্তা থে‌কে তু‌লে নিয়ে কয়েক ঘণ্টা আট‌কে রেখে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ভোলা সদর উপজেলার বাপ্তা এলাকার মুন্সি বাড়িতে এ নির্যাতন চালানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন- কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহমাদার গ্রামের আবুল কামাল (৬৩) ও তার ছেলে মো. উজ্জ্বল (৩৬)। বর্তমানে তারা ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের অভিযোগ, জমি বিরোধকে কেন্দ্র করে প্রায় দুই মাস আগে বিল্লাল, মাসুদ, হারুনসহ কয়েকজন তাদের জোরপূর্বক তুলে এনে প্রাণনাশের ভয় দেখিয়ে স্ট্যাম্পে সই করায় এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগীরা এ ঘটনায় আদালতে মামলা করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর গত সোমবার রাতে তেমাথা এলাকা থেকে প্রায় ১৫-১৭ জন মিলে বাবা-ছেলেকে তুলে নিয়ে যায়। এরপর বাপ্তা এলাকার মুন্সি বাড়িতে তাদের ক‌য়েক ঘণ্টা আট‌কে রে‌খে রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে গুরুতর আহত বাবা-ছেলেকে উদ্ধার করে। ওই সময় ঘটনাস্থল থেকে রায়হান, ছাইদুল ও ইয়ামিন-এই তিনজনকে আটক করা হয়। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

ভোলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী বাবা-ছেলে এ ঘটনায় মামলা দায়ের করেছেন। আমরা তিনজনকে গ্রেফতার করেছি। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর