Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ২১:৪১

দোয়া মাহফিলে রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে শহরের শহিদ খুশি রেলওয়ে ময়দানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম অ্যাড. কে এ বারী, গাজী আহসান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন আব্বাসী, ওলামা দলের সভাপতি আইয়ুব খান আনসারীসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস।

বিজ্ঞাপন

প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বেগম খালেদা জিয়া সন্তান হারিয়ে, স্বামী হারিয়ে, সমস্ত কিছু হারিয়ে বাংলাদেশের ১৮কোটি মানুষের স্বার্থে ভয়ের কাছে মাথা নত করেননি। তিনি লোভের কাছে আত্নসমর্পণ করেননি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ বছর সংগ্রাম করেছেন। তার সন্তান তারেক রহমান লন্ডন থেকে লড়াই করেছেন, নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে তিনি বাংলাদেশের মানুষকে অভয় দিয়েছেন, সাহস যুগিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নিরলস সংগ্রাম করেছেন। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ। তার অসুস্থতা গোটা বাংলাদেশের মানুষকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে।’

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য রইচ উদ্দিন ডিউক, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে. এ. সবুর শাহীন, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মণ্ডল, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর