খুলনা: বেগম রোকেয়া দিবস-২০২৫ এ খুলনায় পাঁচ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে এ সম্মননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।
এ সময় তিনি বলেন, ‘বর্তমানে নারীরা পুরুষের তুলনায় কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। একসময় এমনটা ছিল না। নারীরা ঘরের বাহিরে যেতে পারতো না তেমন একটা। সর্বদা তাদেরকে পুরুষের শাসন আর সংসারের কঠিন বেড়াজালের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হতো। যার ফলে সেই সকল নারীদের জীবনের স্বপ্নগুলো আর বাস্তবে রূপান্তরিত করতে পারতো না। সমাজের সেই অবস্থান থেকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নিজের অদম্য প্রচেষ্টার মাধ্যমে সংসারের সেই তথাকথিত গন্ডি অতিক্রম করে সফল হন। আজ সবার কাছে বেগম রোকেয়া একটি রোল মডেল তাদের অধিকার নিশ্চয়তার ক্ষেত্রে।’
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক মানবজমিন পত্রিকার ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম, নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু প্রমুখ। স্বাগত বক্তৃব্য দেন মহিলাবিষয়ক দফতরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হয়। ওই নারীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কয়রার ডা. মোহসিনা রহমান, সফল জননী ক্যাটাগরীতে পাইকগাছার ফিরোজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা কয়রার মানসী মন্ডল এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পাইকগাছা উপজেলার তেরেজা গোমেজ।