Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটি আইটি মেগা ফেয়ারে আসুসের ল্যাপটপে আকর্ষণীয় ছাড়!

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬

ঢাকা: দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তিপণ্য প্রদর্শনী ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫’- এ নজর কাড়ছে আন্তর্জাতিক কম্পিউটার ব্র্যান্ড আসুস। সর্বশেষ সংস্করণের ল্যাপটপ থেকে শুরু করে উন্নত প্রযুক্তির কোপাইলট প্লাস পিসি, এক্সপার্ট সিরিজ এবং আরওজি গেমিং লাইনআপ সব মিলিয়ে প্রযুক্তিপ্রেমীদের জন্য আসুসের প্যাভিলিয়ন এখন মেলার বিশেষ আকর্ষণ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসুস জানিয়েছে, মেলায় তারা দিচ্ছে অভূতপূর্ব ক্যাশব্যাক ও উপহারের অফার। নির্বাচিত মডেলের ল্যাপটপ কিনলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। শুধু তাই নয়, স্ক্র্যাচকার্ডের মাধ্যমে জিতে নেওয়ার সুযোগ থাকছে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ ও টি-শার্টসহ নানা আকর্ষণীয় উপহার।

বিজ্ঞাপন

এই সুবিধা পেতে হলে গ্রাহকদের বিসিএস কম্পিউটার সিটিতে অবস্থিত আসুসের অনুমোদিত ডিলার পয়েন্ট থেকেই পণ্য কিনতে হবে। স্পনসর হিসেবে এবারের মেলায় যুক্ত হওয়ায় আসুসের উপস্থিতি আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

প্রযুক্তিপ্রেমীদের কাছে সিটি আইটি মেগা ফেয়ার দীর্ঘদিন ধরেই নতুন পণ্য দেখা ও কেনার গুরুত্বপূর্ণ একটি স্থান। সে ধারাবাহিকতায় এবারের আয়োজনে আসুস এনেছে আধুনিক প্রযুক্তির বৈচিত্র্যময় ডিভাইস এবং বিশেষ অফারের সমাহার।

ঢাকার আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। ছয় দিনব্যাপী এই মেলা চলবে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর