Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬

ওমপাড়া বটতলা এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওমপাড়া বটতলা এলাকায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সার্ভিস লেনে চলন্ত একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর