Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকাকে চাঁদাবাজমুক্ত করতে হাতপাখায় ভোট দিতে হবে: আশরাফ আলী

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

ঢাকা-৭ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্যের অংশ। সভ্যতার সূতিকাগার ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। কিন্তু এই পুরান ঢাকা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চাঁদাবাজের আতঙ্ক, আগুনের আতঙ্ক ও ভূমিকম্পের আতঙ্ক। এই আতঙ্ক থেকে রক্ষা পেতে আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা-৭ আসনের পরিবর্তন যাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকার লালবাগে আব্দুল আলিম মাঠ হতে ঢাকা-৭ আসনের প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন থানা প্রদক্ষিণ করে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন মাজারের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বাবু বাজার ব্রিজ সংলগ্ন মাজারের সামনে সমাপনী সমাবেশে প্রার্থী আব্দুর রহমান বলেন, ‘‘ঢাকা-৭ আসনের মানুষকে একটি বার্তা দেওয়ার জন্যই আমাদের এই ‘পরিবর্তন যাত্রা’। পুরান ঢাকার মানুষ স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল ও নেতার পরিবর্তন দেখেছে। কিন্তু ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখেনি। কিন্তু এবার জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি সুযোগ এসেছে ইসলাম কে ক্ষমতায় নিয়ে পুরান ঢাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার। মানুষ যদি ভাগ্যের পরিবর্তন চায় তাহলে ইসলামকে ক্ষমতায় নেওয়ার বিকল্প নেই।’’

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এমএইচ মোস্তফা প্রমুখ।

বিজ্ঞাপন

পঞ্চগড়ে ট্রাকচাপায় নারী নিহত
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর