Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ বাংলাদেশি ও ৪৭ ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৮:০০

বাংলাদেশি মৎস্যজীবীদের দেশে ফেরানো হচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে আটক ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে এবং ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসনের পাশাপাশি ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবারে একইসঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের মাধ্যমে ভারতের মেঘালয়ে আটক থাকা ৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর