Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা সহকর্মীদের।

সোমবার (৯ ডিসেম্বর) রাতে বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাঈম বিশ্বাস (২৫) চট্টগ্রামের এপিবিএন-৯ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানার চক্রেসো কানন আবাসিক এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

এপিবিএন- ৯ এর পুলিশ সুপার (এসপি) দীপকজ্যেতি খীসা জানান, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নাঈম বিশ্বাসকে উদ্ধার করেন সহকর্মী এপিবিএন সদস্যরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন নাঈম বিশ্বাস। তার স্ত্রীও পুলিশ কনস্টেবল।

বিজ্ঞাপন

পুলিশ সুপার বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে দাম্পত্য ঝগড়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর নাঈম ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। প্রাথমিকভাবে আমাদেরও মনে হচ্ছে নাঈম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’

তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান পুলিশ সুপার দীপকজ্যোতি খীসা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর