Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে টানা ২ কার্যদিবস সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের গতিও

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ৯ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফাইল ছবি

ঢাকা: টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে সূচকের ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় লেনদেনে গতি আরও জোড়ালো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ৩৪ পয়েন্ট।

তবে এর আগের তিন কার্যদিবসের টানা পতনের মধ্যে রোববার ১৪ পয়েন্ট, বৃহস্পতিবার ৪১ পয়েন্ট ও বুধবার ২৩ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪৫৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৩ কোটি ৩৯ লাখ টাকা বা ২৬ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১৭ টি বা ৮১.৪৯ শতাংশের। আর দর কমেছে ৩৫ টি বা ৯.০০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৭ টি বা ৯.৫১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ২৯টির এবং পরিবর্তন হয়নি ২০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৭৯৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর