Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চশমা প্রতীকে জাগপার নিবন্ধন পুনর্বহাল


৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

ঢাকা: জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির নতুন প্রতীক চশমা সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

‎২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তখনকার কমিশন।

নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অধ্যাদেশ ১৯৭২ এর ভিআইএ বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-কে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে ‘হুক্কা’প্রতীকে নিবন্ধন দেয়।

এবার ৯ নভেম্বর দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-র সাথে ‘জাগপা’ সংযোজন এবং দলের প্রতীক ‘হুক্কা’-র পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের জন্য আবেদন করে।

ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করলো।

বিজ্ঞাপন

আরো