Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০ দিনের মধ্যে মুর্শেদীর গুলশানের বাড়ির দখল নেওয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ডিসেম্বর ২০২৫ ১১:১৫

ঢাকা: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশান-২ এর বাড়িটি সরকারকে ফেরত নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। রায়ে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে সরকারকে বাড়িটি দখলে নিতে হবে।

বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি দাবি করে এবং এটি মুর্শেদী অবৈধভাবে দখল করে রেখেছেন—এ অভিযোগ তুলে ব্যারিস্টার সুমন হাইকোর্টে রিট দায়ের করেন। আদালতের নির্দেশে অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার নথি অনুযায়ী, ১৯৬০ সালে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি)—বর্তমানে রাজউক—ঢাকা রি-রোলিং মিলসের নামে প্লটটি বরাদ্দ দেয়। ১৯৭০ সালের রাজনৈতিক অস্থিরতার সময় প্রতিষ্ঠানটির মালিকরা পাকিস্তানি হওয়ায় দেশ ত্যাগ করেন। তখন মো. ওয়াছিউর রহমান নামে এক ব্যক্তি নিজেকে মিলসের অ্যাটর্নি পরিচয় দিয়ে প্লটটি দখলে নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

বিজ্ঞাপন

১৯৭২ সালের জুনে ওয়াছিউর ডিআইটিকে জানান, প্লটটি তার স্ত্রী মালেকা রহমানের নামে তিনি ক্রয় করেছেন। কিন্তু একই বছরের সেপ্টেম্বরে তিনি আরেকটি আবেদন করে দাবি করেন—প্লটটি তিনি সরাসরি ঢাকা রি-রোলিং মিলসের কাছ থেকেই কিনেছেন। পরস্পরবিরোধী এসব দাবিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করেছে রায়।

রাজউকের সংরক্ষিত নথি পর্যালোচনায় দেখা যায়, প্লটটির ১৯৬৯ সালের বিক্রয় চুক্তির (যা রেজিস্ট্রি হয়নি) একটি সত্যায়িত কপি মালেকা রহমানের নামে রয়েছে। আর পাওয়ার অব অ্যাটর্নির নথিতে সফিক আহমেদ নামে একজনকে মিলসের অ্যাটর্নি হিসেবে উল্লেখ করা হলেও, তার অ্যাটর্নি হওয়ার কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি।

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে এসব অস্বচ্ছতা ও অনিয়মের পরিপ্রেক্ষিতে বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে রাষ্ট্রীয় দখলে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর