Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিপুরে মাছ ব্যবসায়ীকে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৯

আহত মাছ ব্যবসায়ী কামাল বেপারি। ছবি: সারাবাংলা

পটুয়াখালী: মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক মাছ ব্যবসায়ীর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এ হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় মাছ ব্যবসায়ী কামাল বেপারি (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে কামাল বেপারি ফেরিঘাট সংলগ্ন একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় আকস্মিকভাবে স্থানীয় আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। কোনো পূর্ববিবাদ ছাড়াই এ হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের কথা কাটাকাটির ঘটনা ছাড়াই হঠাৎ করে কয়েকজন এসে কামালের ওপর চড়াও হয়। তারা হামলাকে পূর্ব পরিকল্পিত দাবি করেন।

আহত কামাল বেপারি বলেন, ‘আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আবু জাফর, হানিফ, রাসেলসহ কয়েকজন এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা করে। তাদের সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। মনে হয় কারো ইন্ধনে তারা আমার ওপর হামলা চালিয়েছে।’’ কামাল বেপারি আলীপুর মৎস্যবন্দরে ‘কামাল ফিস’ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পলি সাহা বলেন, সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন, তার শরীর, মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মহিপুর থানার অফিসার (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’