কুমিল্লা: মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণে কুমিল্লায় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো কুমিল্লা মুক্ত দিবস। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এক বর্ণাঢ্য বিজয় র্যালির আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিল।
র্যালির নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নূরে আলম ভূঁইয়া এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অসংখ্য সাধারণ মানুষ। জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে স্লোগানধ্বনির মধ্য দিয়ে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
টাউন হল মাঠ থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানার, ফেস্টুন, দেশাত্মবোধক গান ও প্রজন্মের উচ্ছ্বাস গোটা শহরকে উৎসবের আবহে ভরিয়ে তোলে।
মুক্ত দিবসের এ আয়োজনে টাউন হল মাঠেই উদ্বোধন করা হয় ৯ দিনব্যাপী বিজয় মেলা। মেলায় স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনী, খাদ্যপণ্য, হস্তশিল্পসহ নানা রকম স্টল প্রদর্শকদের মুখর করে তোলে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ও নাট্য পরিবেশনা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা হানাদারমুক্ত হয়। সেই ঐতিহাসিক দিনটির স্মৃতি ধারণ করেই প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কুমিল্লা মুক্ত দিবস।