কুমিল্লা: অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দেশে খাদ্যের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ ও ভালো ফলনের কারণে বাজার স্থিতিশীল রয়েছে। কৃষক ন্যায্য মূল্য পেয়েছেন—এটাই সবচেয়ে বড় সাফল্য। এখন আমাদের দায়িত্ব হলো পরবর্তী নির্বাচিত সরকারের সামনে একটি সুগঠিত প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা।’
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে জেলা খাদ্য নিয়ন্ত্রক, কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং বিভিন্ন উপজেলার ইউএনওদের সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে আমন ধান সংগ্রহ ও জেলার খাদ্যশস্য মজুদ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, ‘খাদ্যশস্য সংগ্রহের সময়োপযোগী পরিকল্পনা এবং মাঠপর্যায়ের তদারকির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এমন কোনো পরিস্থিতি যাতে না ঘটে, সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখছি। জনগণের স্বার্থই আমাদের প্রধান বিবেচনা ‘
তিনি জানান, আমন মৌসুমে ভালো উৎপাদন হওয়ায় সরকারি খাদ্যগুদামে ইতোমধ্যে আত্মবিশ্বাসী মজুদ গড়ে উঠেছে। ধান-চাল সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করতে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), কুমিল্লার জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জেলায় চলমান ধান সংগ্রহ অগ্রগতি, মাঠপর্যায়ের উৎপাদন, কৃষকদের প্রাপ্ত মূল্য এবং মজুদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন।