ঢাকা: বাংলাদেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসি মাল্টাভিত্তিক বিশ্বখ্যাত ইলেকট্রনিক মানি ইনস্টিটিউশন ডি-লোকাল লিমিটেড-এর সঙ্গে একটি রেমিট্যান্স সার্ভিস চুক্তি সই করেছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হবে এবং কোটি কোটি গ্রাহকের জন্য দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এবং ডি-লোকাল এর কান্ট্রি ম্যানেজার (এপিএসি) জনাব শায়ন ত্রিপুরা পরস্পরের সঙ্গে চুক্তিপত্র বিনিময় করেন।
ডি-লোকাল-এর পক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সোফিয়া গুইসোলফি (ভিপি এপিএসি), এন্ডিকা আলোনসো (গ্লোবাল রেমিট্যান্স ভার্টিকাল লিড) এবং ডেইবি অ্যান বোনিফাসিও (পেআউট স্পেশালিস্ট)।
এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ইমরান আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও জনাব সৈয়দ জুবায়ের আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব কাজী কামাল উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. আবদুর রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ইনচার্জ জনাব মো. মেশকাত-উল-আনোয়ার খান, ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান জনাব মিল্টন রায়সহ অন্যান্য বিভাগের প্রধান ও সিনিয়র কর্মকর্তারা।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী এসময় ফরেন রেমিট্যান্স আহরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের জন্য মাল্টাভিত্তিক নতুন একটি রেমিট্যান্স মার্কেটের দ্বার উন্মোচিত হলো যা শুধু ব্যবসায়িক দিক থেকে নয়, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্যও অন্যতম একটি উদ্যোগ। তিনি এই চুক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষের দোরগোড়ায় রেমিট্যান্স সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।