Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূলে সাংবাদিকদের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৭

কর্মশালার সভাপতিত্ব করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল কার্যক্রম বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম ল্যাম্ব-এফআরআরই প্রজেক্টের আওতায় সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ। ল্যাম্ব ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় বাস্তবায়িত হচ্ছে।

ল্যাম্ব-এর জেলা ফ্যাসিলিটেটর (ফিস্টুলা) মঞ্জু আরা বেগম কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকদের কাছে ফিস্টুলা সম্পর্কে বিশদভাবে তুলে ধরেন। মাঠপর্যায়ে রোগী শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে সাংবাদিকদের ভূমিকা নিয়ে পর্যালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নূর নেওয়াজ আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ন.ম গোলাম মোহাইমেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, কুড়িগ্রামকে ফিস্টুলামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ফুলবাড়ী ও ভূরুঙ্গামারী উপজেলাকে ফিস্টুলা ফ্রি ঘোষণা এবং ২০৩০ সালের মধ্যে জেলার সব উপজেলায় ফিস্টুলা নির্মূলের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।
এসময় ফিস্টুলা নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণার জন্য সহযোগিতার প্রতিশ্রুতি জ্ঞাপন করেন সাংবাদিকরা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শেষ রাউন্ডে ঢাকার প্রথম জয়
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০১

আরো

সম্পর্কিত খবর