Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সবচেয়ে দূষিত নগর আজ ঢাকা

সাারাবাংলা ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৫

ঢাকা: ডিসেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন রাজধানী ঢাকার বায়ুর মান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে। বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে সোমবার (৮ ডিসেম্বর) সকালে প্রথম স্থানে আছে ঢাকা। এই মাসে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে।

সকালে ঢাকার বায়ুমান ২৭১। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ২৬০ স্কোর নিয়ে বিশ্বের নগরীগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে মিসরের রাজধানী কায়রো। তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এর বায়ুর মান ২৪৯।

বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০০-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’। এর মধ্যে গত ২৮ নভেম্বর ঢাকার বায়ুমান ৩০০ অতিক্রম করেছিল।

বিজ্ঞাপন

ঢাকার যে স্থানগুলোতে বায়ুদূষণ বেশি

রাজধানীর একটি স্থানের বায়ুর মান আজ ‘দুর্যোগপূর্ণ’। সেই স্থানটি হলো গোড়ান। সেখানকার বায়ুর মান ৩৮৮। ঢাকার আর সাত স্থানেও বায়ুর মান খুব অস্বাস্থ্যকর। স্থানগুলো হলো দক্ষিণ পল্লবী (২৯৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৮০), বে’জ এজ ওয়াটার (২৭২), বেচারাম দেউড়ি (২৭২), কল্যাণপুর (২৭০), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৪৩) ও শান্তা ফোরাম (২৩৩)।

ঢাকায় এই দূষিত বায়ু থেকে সুরক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর