Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ল ভোজ্যতেলের দাম, কার্যকর সোমবার থেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২২:১৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ২৩:১৭

সয়াবিন তেল। ফাইল ছবি

ঢাকা: দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। বোতলের প্রতিলিটার সয়াবিন ও খোলা সয়াবিনের দাম বেড়েছে যথাক্রমে ৬ টাকা ও ৭ টাকা। এছাড়া, প্রতিলিটার পাম অয়েলের দাম ১৬ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর দেশের বাজারে ভোজ্যতেলের নতুন এ দাম নির্ধারণ করেন ব্যবসায়ীরা।

‘বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে নতুন দাম নির্ধারণের বিষয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এর আগে সয়াবিন তেল প্রতিলিটারে নয় টাকা বাড়ানো হয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয় সেটিতে অনুমোদন দেয়নি।

বিজ্ঞাপন

সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার সই করা এ চিঠিতে বলা হয়, ৬ টাকা বাড়িয়ে এক লিটারের সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৫ টাকা। যা আগে ছিল ১৮৯ টাকা।

৫ লিটারের বোতলের সয়াবিন তেলের দাম ৯২২ টাকা থেকে বাড়িয়ে ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে ৩৩ টাকা দাম বাড়ানো হয়েছে।

এছাড়া খোলা সয়াবিনের লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১৭৬ টাকা, যা আগে ছিল ১৬৯ টাকা। আর প্রতি লিটার পাম অয়েলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই তেলের দাম আগে ছিল
১৫০ টাকা।

সারাবাংলা/এসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর