Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি ফিরে পেতে ইসির প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২১:২৪

‎‎‎ঢাকা: চুক্তি নবায়ন না করে নির্বাচন কমিশনের অধীনস্থ আইডিইএ প্রকল্পের ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে ‎চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ‘প্রকল্পের মেয়াদ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। যথা‌রীতি সক‌লেই অফিস কর‌ছিলেন। ৩০ নভেম্বর শেষ বিকেলে জা‌রিকৃত পত্রানুযায়ী সবাইকেই কাজ অব্যাহত রাখার নি‌র্দেশ দেওয়া হয়। ১ ও ২ তা‌রিখ অফিস করার পর ৩০ তা‌রি‌খে সই করা ভিন্ন পত্রের মাধ্যমে জানা যায় ৮০ জনকে নবায়ন না ক‌রার জন্য সুপা‌রিশ করা হয়ে‌ছে। যা অত্যন্ত নে‌তিবাচক ও অমান‌বিক। আউটসো‌র্সিং চাকরি বিধায় এরকম অবিচার করা সহজ হয়েছে। আমরা আমাদের চাকরি ফেরত পেতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘৮০ জনের মধ্যে অধিকাংশই জানেন না তা‌দের চাকরি নবায়ন না করার কারণ কী? কিছু সংখ্যক আছেন যাদের ছোট ছোট অপরা‌ধের কারণে শা‌স্তি দেওয়া হচ্ছে। একই অপরা‌ধে বারবার শা‌স্তি অনৈতিক এবং আইনের সঙ্গে সাংঘ‌র্ষিক।

তিনি বলেন, ‘এদের মধ্যে অনেকেই আছেন যাদের পুনর্বিবেচনা করে যোগদান বা নবায়নের ব্যবস্থা করলে নিজেরাই পদত্যাগপত্র দিতে প্রস্তুত আছে‌ন। কারণ যে বা যারা বিনা নো‌টিশে বা বিনা সতর্কীকরণে চাকরি হা‌রিয়েছেন দীর্ঘ ৫ থে‌কে ১৭ বছর চাকরি করে; তারা কলঙ্কের বোঝা নিয়ে বা‌ড়ি ফিরতে নারাজ।’

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদার সই করা এক চিঠি জারি করে ৮০ জনকে চাকরি থেকে বাদ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর