Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি।

লালমনিরহাট: ‎লালমনিরহাটের হাতীবান্ধায় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদ হলরুমে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন- ‘স্বপ্ন’ ২য় পর্যায় প্রকল্পের আয়োজনে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

‘সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করতে ঐক্যবদ্ধ হন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি শুরু হয়।

‎নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষে এক সংক্ষিপ্ত র‍্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনি সহায়তা ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধির জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

‎কর্মসূচিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মেহেরাব হোসেন, ইএসডিও স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মামুন হোসেন, প্রজেক্ট অফিসার শামিমা আক্তার শিলা, ইউনিয়ন ওয়ার্কার রওশন আরা, লিসা খাতুন, রুপালী বেগম, ফারহানা আক্তার, মৌসুমি খাতুন, রেবা খাতুন, মনোয়ারা বেগম ও স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী নারীরা উপস্থিত ছিলেন।

‎হাতীবান্ধা উপজেলার ইউএনও শামীম মিঞার শেষ কর্মদিবসে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচির আলোচনা সভায় বলেন, ‘নারীরা যেমন নির্যাতনের শিকার হন তেমনি আবার অনেক সময় নিজেরাও নির্যাতন করেন।’

‎কিছুদিন আগের মাগুরা জেলার আলোচিত আছিয়ার উপর নির্যাতনের ঘটনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘নারীরা নিজেদের ঘরেও নির্যাতনের শিকার হন। সেজন্য নিজেদের সচেতনতা বৃদ্ধি, নারী পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও ধর্মীয় অনুশাসনের পাশাপাশি নারীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।’

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মে থেকে হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নে ইএসডিও স্বপ্ন প্রকল্পের আওতায় ৪৩২ জন নারী গ্রামীণ সম্পদ রক্ষণাবেক্ষণের পাশাপাশি আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে যুক্ত হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর