ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার বেলাল হোসেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার বেলাল হোসেন। তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।’
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল, নারী পাচার প্রতিরোধ, চুরি-ছিনতাই রোধসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও বাস্তব চিত্র তুলে ধরেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর আলী, ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।