ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতিসহ ১০ আলোচ্যসূচি নিয়ে সভায় বসেছে নির্বাচন কমিশন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভায় আলোচ্যসূচিতে যা রয়েছে—
- আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা;
- গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি;
- মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি;
- রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত;
- জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও SOP নির্ধারণ;
- ২৯ নভেম্বরের মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা;
- পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ;
- অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ/ক্রয় প্যাকেজ এনসিএস–২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ) সংক্রান্ত সিদ্ধান্ত;
- এবং বিবিধ।