Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না’

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২০:৪৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ২২:০৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি তার ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার একতরফা নির্বাচনে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাই তাকে দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নিতে হবে। বিষয়টি কেবল তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করতে পারে না।’

বিএনপি–জামায়াতের উদ্দেশে এনসিপির এই সদস্য সচিব বলেন, ‘গণ-অভ্যুত্থানে বিএনপি-জামায়াত আমাদের শরিক দল। দুঃখজনক হলো, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, অথচ তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।’

বিজ্ঞাপন

এর আগে, আজ ভারতের এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যেসব পরিস্থিতি তাকে ভারতে আসতে বাধ্য করেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

সারাবাংলা/টিএম/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর