গাইবান্ধা: গাইবান্ধায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাদ মাহামুদ সৈকত (৪১) নামে এক মাদককারবারি। নিহত সৈকত জেলা সদরের মাস্টারপাড়ার আলী আহমদের ছেলে।
জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কের ত্রিমোহিনী নামক এলাকা থেকে সৈকতের মরদেহ উদ্ধর করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, এরআগে রাতের কোনো এক সময় ছুরিকাঘাতে সৈকতকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা বলছেন, সৈকত এলাকার চিহ্নিত মাদককারবারি। সে বহুবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার হয়েছেন। সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে অন্য মাদককারবারিদের সঙ্গে কয়েক দফা দ্বন্দ্বে লিপ্ত হন।
সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রবিউল আলম জানান, সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সৈকতের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম তালুকদার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।