ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। বিদেশি টিম তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী। তাই গুজবে কান না দিতে দলীয়ভাবে অনুরোধ জানানো হচ্ছে।
তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, সবার দোয়ায় এই যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। তার শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পুরো দেশ যেভাবে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্য সবাই দোয়া এবং মোনাজাত করছেন এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তারেক রহমান আপনাদের জন্য বার্তা পাঠিয়েছেন যে আপনারা ধৈর্য ধরুন। আপনারা বিচলিত হবেন না।সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো গুজবে কান দিবেন না। যে কোনো ধরনের জরুরি তথ্য আমরা আপনাদেরকে জানাব। আপনারা শুধু নেত্রীর জন্য দোয়া করে যান।
বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ হোসেন বলেন, এরইমধ্যে চীনের চিকিৎসক ও বিশেষজ্ঞরা বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছবেন। সমন্বিত চিকিৎসক দলের মতামতের ভিত্তিতে তাকে লন্ডনে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। যদি ম্যাডামকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি হয়ে থাকে তাহলে বিদেশে নেওয়া হবে। তবে এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় গত রাত থেকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা গেছে, মূল ফটকের দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে ও খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। শুরুতে ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তির পর তার শারীরিক জটিলতা বাড়তে থাকে। পরেবিদেশি বিশেষজ্ঞসহ একটি মেডিকেল টিম সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের জটিলতাসহ নানান দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি চার মাস লন্ডনে থাকার পর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন।