Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘন করলে বাতিল হবে প্রার্থিতা

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

নারায়ণগঞ্জে আয়োজিত কর্মশালা।

ঢাকা: নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘এবারের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে কোনো শোকজ নয়, প্রার্থিতা বাতিল করা হবে।’

সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরের সায়রা গার্ডেনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কঠোর অবস্থান জানান তিনি।

তিনি স্পষ্ট করে বলেছেন, এবার আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ‘শোকজ’ বা ছাড় দেওয়া হবে না। যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা দরকার হবে, জরিমানা; যেখানে জেল দরকার হবে, সেখানেই জেল। ম্যাজিস্ট্রেটরা সর্বদা প্রস্তুত থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। তিনি আশা প্রকাশ করেন-এই নির্বাচন হবে একটি ‘সর্বোত্তম নির্বাচন’।

বিজ্ঞাপন

নির্বাচনকালীন প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরো কঠোর হব।

তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ-একটি লেভেল প্লেয়িং ফিল্ড-তৈরি করাই কমিশনের প্রধান লক্ষ্য। এ জন্য যা প্রয়োজন, কমিশন তা-ই করবে।

নির্বাচনকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে কমিশনের প্রস্তুতির কথাও তুলে ধরে তিনি বলেন, আইনশৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। তারা যেকোনো মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে।

এ কর্মশালায় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর