Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা-মায়ের করা মিথ্যা অপহরণ মামলার বিরুদ্ধে কন্যার সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৪:৪১ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:১১

বক্তব্য দিচ্ছেন ইসরাত খাতুন। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: বাবা-মায়ের অমতে প্রেম করে বিয়ে করার পর তাদের মিথ্যা অপহরণ মামলার চাপে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ভবানীপুর তেররশিয়ার ইসরাত খাতুন (১৯)। গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ইসরাত জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৬ নভেম্বর আইনের বিধি মেনে স্বেচ্ছায় তিনি আরিফুল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এ বিয়ে মেনে নিতে না পেরে তার বাবা-মা অপহরণের মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন, যার আসামি করা হয়েছে তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে।

বিজ্ঞাপন

ইসরাত অভিযোগ করেন, মামলার পাশাপাশি তার বাবার পরিবারের সদস্যরা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি, বিভিন্ন ভয়ভীতি ও চাপ সৃষ্টি করছে। এতে আতঙ্কে বাড়ির বাইরে বের হতে পারছেন না তারা।

তিনি বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, কোনো চাপ ছাড়াই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে কেউ অপহরণ করেনি। নিজের ইচ্ছায় স্বামীর কাছে এসেছি। অথচ এখন মিথ্যা মামলায় সবাইকে হয়রানি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ইসরাত খাতুন তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। এক্ষেত্রে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসরাতের চাচাশ্বশুড় মো. তাইজুল ইসলাম ও গোলাপ হোসেন, স্বামী মো. আরিফুল হক এবং শ্বশুড় মো. লুৎফর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর