Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে লাল মিয়া স্মৃতি পুরস্কার পেলেন তিন গুণী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১০:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১২:২৬

ফরিদপুর: উপমহাদেশের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব আবদ্ আল্লাহ জহিরউদ্দিন লাল মিয়ার নামে স্মৃতি পুরস্কার চালু হয়েছে। প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছেন তিন গুণী।

তারা হলেন– নজরুল–গবেষক ও লেখক অনুপম হায়াৎ, চিকিৎসা ও সমাজ সেবায় অধ্যাপক ডা. ফজিলাতুন্নেছা মালিক এবং সংগীতশিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক অনুবাদক গবেষক আন্দালিব রাশদী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

মৃধা রেজাউলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক প্রফেসর এম এ সামাদ, আয়োজক সংগঠন ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক লেখক মফিজ ইমাম মিলন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহবায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিনসহ লাল মিয়া স্মৃতি পুরস্কারপ্রাপ্ত গুণীজনেরা।

এ সময় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, এই উপমহাদেশের রাজনীতিতে লাল মিয়া সাহেবের ভূমিকা যুগান্তকারী। তার রাজনীতি সরাসরি প্রভাবিত করেছে এই অঞ্চলকে। আমরা তারই উত্তরসূরি। রাজনীতির পাশাপাশি তিনি সংস্কৃতির অঙ্গনেও ছিলেন একজন অগ্রণী সংগঠক।

১৯৩৯ সালে কবি হুমায়ুন কবির এর সাথে ফরিদপুর সাহিত্য পরিষদ প্রতিষ্ঠা করেন লাল মিয়া। সেই বছরই কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে এনে সাহিত্য সম্মেলন করেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে পুনর্গঠন করা হয় ফরিদপুর সাহিত্য পরিষদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর