Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, আটক স্বামী

স্পেশাল করেসপডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ২১:০১

অভিযুক্ত স্বামী তয়েজ উদ্দিনকে আটক করা হয়েছে। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে কুঠার দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালসহ অভিযুক্ত স্বামী তয়েজ উদ্দিন (৫০)-কে আটক করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মোর্শেদা বেগম (৪৫)।

জানা যায়, এদিন বেলা আড়াইটার দিকে মোর্শেদা বেগম বাথরুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী তয়েজ উদ্দিন কুড়াল দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্ত্রীকে হত্যার পর তয়েজ উদ্দিন নিজের ঘরের দোতলায় গিয়ে অবস্থান নেন।

বিজ্ঞাপন

ইউপি সদস্য শামছুর রহমান জানান, তয়েজ উদ্দিন দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অসুস্থতার কারণেই তিনি এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছেন।

নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, নিহতের লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত স্বামী তয়েজ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

১৮১ ফুটের ‘দৈত্য’ সাইকেল!
১১ ডিসেম্বর ২০২৫ ১৭:২২

আরো

সম্পর্কিত খবর