Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত: আযম খান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৮

খালেদা জিয়া।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে নেওয়া চিকিৎসার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আযম খান জানান, খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন হলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। তবে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নেবেন।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল।

২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা দেখা দেওয়ায় প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বহুদিন ধরেই তিনি জটিল রোগে ভুগছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের অধীনে তার সিসিইউ চিকিৎসা চলেছে। প্রতিদিন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তার শারীরিক খবর জানতে হাসপাতালে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বেরোবির সমাবর্তন স্থগিত
৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

আরো

সম্পর্কিত খবর