Thursday 18 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাসেলস ভাইপারের কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:৩৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২১:৩১

হাসপাতালের বেডে কৃষক মো: হেলাল বিশ্বাস, ইনসেটে রাসেলস ভাইপার। ছবি: সারাবাংলা

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পদ্মার চরে ধান কাটতে গেলে মো: হেলাল বিশ্বাস (৪০) নামের এক কৃষককে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। এরপর তিনি জীবিত সেই সাপটিকে প্লাস্টিকের কৌটায় করে হাজির হন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মার চরে এ ঘটনা ঘটে। হেলাল বিশ্বাস শাহামীরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

জানা গেছে, সকালে পদ্মার চর এলাকায় ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাস হঠাৎ তার পায়ে ব্যথা অনুভব করেন। পরে নিচে তাকিয়ে দেখেন একটি বিষধর রাসেল ভাইপার সাপ। এরপর আশপাশে থাকা অন্য কৃষকদের সহায়তায় তিনি সাপটি ধরে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

রাজবাড়ী হানাদার মুক্ত দিবস আজ
১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০০

আরো

সম্পর্কিত খবর