Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৭

রেড ক্রিসেন্ট ইউনিটের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক জনাব মো. শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫–২০২৭)–এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মানবিক সেবা আরও বেগবান করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিক, সেক্রেটারী জনাব খাইরুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য মফিজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, মানিক রায়হান, তহুরুল ইসলাম সোহেল এবং রোজিয়া সুলতানা।

বিজ্ঞাপন

সভায় চেয়ারম্যান নবনির্বাচিত কমিটির প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনে আন্তরিকতা, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সমাজসেবা কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে রেড ক্রিসেন্ট ইউনিটের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

নবনির্বাচিত কমিটির সদস্যরা একযোগে কাজ করে মানবিক সেবার পরিসর আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর