Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২১:১৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ২২:৫৭

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- নাজমুল (২৬), আরমান (৪০), রনি (৪৫), জহির ইকবাল ইকরাম (২৮), ওমর ফারুক (৪৫), বাবু (৫০), নাসির হালদার (২৬), আলম খান বেবি (২১), আসাদ (৪০), শামীম (৩২), শফিক (২৭), জাহাঙ্গীর (২২), ইব্রাহিম (২১), ফরিদ (২০), পিন্টু (২৭), সুজন (১৮), আব্দুর রহমান নয়ন (৩৬), মজিব (৩০), সুজন (২৮), শাওন (৩২) ও ফারুক (৩৫)। গ্রেফতারের সময় তাদের থেকে ৯০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, গতকাল বুধবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর