Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা জি এম কাদেরের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২১:১২ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫৭

খালেদা জিয়া ও জি এম কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কামনা করেন।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ নভেম্বর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পর তার স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটলে বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তার সুস্থতা কামনা করে আশা প্রকাশ করছি যে, তিনি যেন শিগগিরই সুস্থ হয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর