Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২০:৫৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৫

নিহত ৪ বছর বয়সী শিশু সিনহা। ছবি: সারাবাংলা

ফরিদপুর: জেলার চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় সিনহা নামে ৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে চরভদ্রাসন-ফরিদপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরিবারের লোকজন আহত সিনহাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই শিশু চরভদ্রাসন সদর ইউনিয়নের লোহারটাক গ্রামের সুজন মুন্সির মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, দুপুরে বাড়ির কাছেই নানা বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সে। এক ফাঁকে সে পাকা সড়কে চলে এলে দ্রুতগতির একটি ইজি বাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেরে কর্তব্যরত চিকিৎসক গোফরানুল হক সিজান তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, পরিবারের অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর