Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ২০:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:৪২

দুধ দিয়ে গোসল করছেন বিএনপি নেতা তুষার আলী। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানালেন তুষার আলী নামে এক বিএনপি নেতা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭নং জগন্নাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অবহেলার স্বীকার হয়ে নিজের পদসহ দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানান তিনি।

তুষার আলী বলেন, ‘গত ১৭ বছরের দলকে ব্যাপক সহযোগিতা করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আগস্টের পরে আমার মূল্যায়ন একেবারেই কমে গেছে। ৪ আগস্টের আগ পর্যন্ত আমাকে শুধুই ব্যবহার করা হয়েছে। তারপর থেকে আমি শুধুই একটি ভাঙ্গা পাত্রের মতো হয়ে গেছি। তাই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর