ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশন কমিশন থেকে শাপলা কলির ডিজাইন না পাওয়ায় তাদের নির্বাচনি প্রচারণা এখনও শুরু করা সম্ভব হচ্ছে না।
রোববার (২৩ নভেম্বর) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দল গঠনের পর রেজিস্ট্রেশনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও দলের অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গ দলীয় কার্যক্রমে বাধা দিচ্ছে, মাঠ পর্যায়ে হুমকি ও পারিবারিক হেনস্তা চলছে। ‘প্রতীকের ক্ষেত্রে আমাদের শাপলা কলি মার্কা নিয়েছিলাম, কিন্তু এখনো কমিশন থেকে ডিজাইন পাইনি,’ তিনি জানান।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু এই চেতনা রাজনৈতিক স্বার্থে বিক্রি করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো সংসদে গিয়ে এই চেতনা বাস্তবায়ন করা।’
এনসিপি ইতিমধ্যে ১০টি বোর্ডে ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিতরণ করেছে। প্রতি আসনে গড়ে পাঁচজন প্রার্থী রয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, ‘আজ থেকে প্রার্থীদের ভাইভা শুরু হয়েছে। যারা নির্বাচিত হবে, তারা শাপলা কলি মার্কা নিয়ে সংসদে যাবে এবং গণঅভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়ন করবে।’
তিনি বিচার বিভাগের স্বাধীনতার অভাবকে তুলে ধরে বলেন, ‘আমরা চাই বিচার বিভাগ স্বাধীন হোক। গণঅভ্যুত্থানের চেতনাগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের ভবিষ্যৎ গঠন সম্ভব।’