Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী ও আশেপাশের জেলায় ফের ভূমিকম্প অনুভূত

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৫ ১৮:১৯ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৯:০৯

ভূমিকম্প। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটের দিকে এ ভূ-কম্পন হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর আগে এদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে।

তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সে ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত ও শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর