Tuesday 09 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১৬

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩নং প্লাটফর্মে এই ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, শুক্রবার রাতে কোথাও যাওয়ার উদ্দেশ্যে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন তিনি। এরপর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফর্মে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি এসে দাঁড়ায়। এসময় তিনি ২নং প্লাটফর্ম থেকে রেললাইনে দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। পরে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার পরনে ছিলো কালো প্যান্ট ও চেক টিশার্ট।

বিজ্ঞাপন

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর