Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: ইশরাক হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৫:৩১ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৬

ইশরাক হোসেন।

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের ধানের শীষ প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। তিনি দেশের স্বার্থে সকল রাজনৈতিক বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে, বিভ্রান্তি আন্দোলনকে দুর্বল করে দিতে পারে। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ না থাকলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর