Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্পে ভবনের রেলিংধসে নিরাপত্তাকর্মীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১৮:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৪৮

ঢাকা: রাজধানীর মুগদার মদিনা বাগে ভূমিকম্পে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মাথায় পড়ে মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মুগদা মদিনাবাগ মিয়াজি গলিতে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) জানান, মাকসুদ মদিনাবাগ মিয়াজী গলির নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী। ভূমিকম্পের সময় ভবন থেকে বাইরে যাচ্ছিল সে। এসময় ভবনের উপর থেকে রেলিং ধসে তার মাথার ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, খবর পেয়ে দুপুরে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। এবং সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত মাকসুদের বাড়ি লক্ষিপুর জেলার রামগতি উপজেলার চড়সীতা গ্রামে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর