Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ২১:০১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২২:০০

ছবি: সংগৃহীত

চাঁপাইনববাগঞ্জ: চাঁপাইনববাগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- ফকিরপাড়ার সিহাব আলীর স্ত্রী সম্পা খাতুন, মো. আজমের স্ত্রী সান্তনা বেগম ও মো. মুরাদের স্ত্রী রিপা।

ওসি বলেন, ‘ফকিরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুনের সঙ্গে তার আরেক আত্মীয় মো. চাঁনের পারিবারিক বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এরই জের ধরে বাড়ি সংলগ্ন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সম্পা, সান্ত্বনা ও রিপা সামান্য আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আহতরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’ এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর