Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:২০ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:৫০

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা:‎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরফলে এবারের ভোটার দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখে।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। এ ছাড়া তৃতীয় লিঙ্গের এক হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন।

এবার ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তারাও এ ভোটার তালিকাতে যুক্ত হয়েছেন। ফলে এসব তরুণ ভোটারও আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর