ঢাকা: একীভূতকরণের প্রক্রিয়াধীন শরিয়াহভিত্তিক ৫টি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার ইগনোর করছে না- বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
৫টি ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা প্রথমে বলেন, এ প্রশ্ন বাংলাদেশ ব্যাংককে করেন।
পরবর্তীতে তিনি বলেন, দেখি কী করা যায় ওদের ব্যাপারে। এটা আমরা একেবারে ইগনোর করছি না। আমরা বিবেচনা করবো। জয়েন্টলি (অর্থ মন্ত্রণালয়-বাংলাদেশ ব্যাংক) আমরা দেখবো।
তাহলে কি ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারা কিছু ক্ষতিপূরণ পাবেন- এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটা এখন আমি বলবো না।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর গত ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাঁচ ব্যাংকের শেয়ারগুলোর মূল্য শূন্য হিসেবে বিবেচিত হবে। ফলে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না।
এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে গত ৯ নভেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, একীভূতের প্রক্রিয়াধীন পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলেছেন, সেটাই চূড়ান্ত কথা নয়। বিষয়টি সরকার দেখবে।
শরিয়াহভিত্তিক ব্যাংক ৫টি হচ্ছে- সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক।