ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা দিয়েই সংসদ নির্বাচন হবে বলে জানায় ইসি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে, ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেদিন ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং ১ হাজার ২৩০ জন হিজড়া ভোটার রয়েছেন।
তিনি আরও জানান, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ফলে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:৩১
১৮ নভেম্বর ২০২৫ ০৯:৩৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৩:৩১
সারাবাংলা/এনএল/এনজে