Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মারক স্বর্ণ মুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ ২০:৫১

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার বিক্রয়মূল্য পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ ন‌ভেম্বর) বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগ থে‌কে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জার‌ি করা হ‌য়ে‌ছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্মারক স্বর্ণ মুদ্রার (বাক্সসহ) প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রার (বাক্সসহ) প্রতিটির দাম হবে ১৪ হাজার টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ার কারণে স্মারক মুদ্রার মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য ১৭ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের মতে, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সংগ্রাহকদের জন্য স্বচ্ছ মূল্য নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর