Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২৩:৩১

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় দুই শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুল হান্নানের স্ত্রী নানী মহিদুন্নেসা (৫৫) এবং তার দুই নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬)।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের ধারণা, দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই শিশু ও তাদের নানীর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সিএসই'র শরিয়াহ সূচক সমন্বয়
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

আরো

সম্পর্কিত খবর