Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কাউকে গ্রেফতার করা মানায় না: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১৭:২০ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৮:৪৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লতিফ সিদ্দিকী। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেফতার করা কোনোভাবেই মানায় না। সরকার যেভাবে একপাক্ষিকভাবে কাজ করে যাচ্ছে, তা দেশের রাজনীতি ও সমাজের জন্য শুভ নয়।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি নিজ গ্রামে বড় ভাই সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর আরও বলেন, ‘দুই-তিন মাস কিছু বিষয় মেনে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে যেসব কর্মকাণ্ড চলছে তা সম্পূর্ণ একতরফা। ‘জয় বাংলা’ বলায় কাউকে গ্রেফতার করা দেশের চেতনার সঙ্গে যায় না। বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙার সময় বাধা দেওয়া হয়নি, এগুলো কি একতরফা না দুই তরফা? সেটা জনগণ বোঝে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। কারণ, তিনি অধ্যাপক ইউনূসকে যেভাবে আগে থেকেই চিনেছেন, আমরা সেভাবে চিনতে পারিনি। অনেক পরে বুঝেছি।’

এসময় সদ্য জামিনে মুক্তি পাওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর