Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হচ্ছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২৫ ১৪:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৪:৫৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড ও অযৌক্তিক দাবির কারণে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ উৎসাহিত হচ্ছে। তিনি বলেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করতে তারা লকডাউন কর্মসূচি চালাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, মানুষ হত্যা করছে, যা কখনোই কাম্য নয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর মাসব্যাপী ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এই মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা দেশের প্রকৃত মালিকানা জনগণের হাতে ফেরাতে সক্ষম। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজপথে নেমে দেশের অস্থিতিশীলতা বৃদ্ধি করছে, এবং এই সুযোগে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সক্রিয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত সাড়ে ১৫ বছর ধরে স্বৈরতন্ত্র কায়েম করেছে। বিরোধী নেতাদের নজিরবিহীন হামলা, মামলা ও রিমান্ডে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছে। রিজভী অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শত শত ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

রিজভী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ আনে। তিনি বলেন, জনগণ ইতিমধ্যেই লকডাউন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিএনপির সিনিয়র নেতা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মনোনয়ন নিয়ে ভিতরে আলোচনা হতে পারে, তবে বাইরে যেন বিভক্তি দেখা না দেয়। লক্ষ্য হলো ‘ধানের শীষ’-এর বিজয়, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে যুক্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিনসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর